খড়্গপুর যুব সংঘ ক্লাবে চক্ষু পরীক্ষা শিবির:

অরিন্দম চক্রবর্তী:৩৩ তম বর্ষের চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো খড়গপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের মালঞ্চ যুব সংঘ ক্লাবে।২৮শে ডিসেম্বর রবিবার এই শিবিরে ৩৮৫ জনের চক্ষু পরীক্ষা করা হয়।

পরীক্ষা করেন চৈতন্যপুর নেত্র নিরাময় নিকেতনের চক্ষু বিশেষজ্ঞরা। এদের মধ্যে ১৬১ জনের বিনামূল্যে ছানি অপারেশন করে লেন্স লাগানো হবে বলে ক্লাবের সভাপতি স্বপন সিনহা বলেন। চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন খড়গপুর শহরের বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত। তিনি বলেন-খড়গপুর যুব সংঘ ক্লাবের এই শুভ প্রয়াস এলাকার বহু মানুষের উপকারে এসেছে। তাই এই এলাকা ছাড়াও বাইরের বহু মানুষ এসে তাদের চক্ষু ছানি পরীক্ষা করে নিয়ে যাচ্ছেন।