খড়্গপুরের মালঞ্চ বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতি ৭৫-তম বর্ষের দুর্গাপূজোর সাংবাদিক সম্মেলন!

খড়্গপুর অপূর্ব মজুমদার : রবিবার ২২শে সেপ্টেম্বর খড়্গপুরে মালঞ্চ বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতি ৭৫ বছর উপলক্ষে তাঁরা সাংবাদিক সম্মেলন করলেন খড়্গপুরে মালঞ্চ বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতির নিজস্ব হলঘরের দোতালায়। ক্লাবের সদস্য প্রয়াত অনুপম চট্টোপাধ্যায় এর স্মরণে এক মিনিট নিরবশ পালন করা হয়। এদিন ক্লাবের মুখ্য উপদেষ্টা ও সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত আগামী দিনে কী কী করা হবে তা বলবার জন্য মাইক তুলে দেন সম্পাদক সমীর গাঙ্গুলীর হাতে। সমীর গাঙ্গলী বলেন আমরা প্রধানত সামাজিক কর্মমূলক কাজে করে থাকি। জানুয়ারী ২৩ তারিখ থেকে ৭৫তম বর্ষ শুরু করি আমরা । ঐ দিন রক্তদান শিবির হসেছিল।বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতির সভাপতি খড়্গপুর পুরসভার চেয়ারম্যান কল্যাণী ঘোষ , জলমগ্ন এলাকাতে ত্রাণ দিতে গিয়ে ছিলেন ,তাই তিনি উপস্থিত থাকতে পারেনি। সারা বছর ই আমরা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, বসন্ত উৎসব, প্রথম বার খড়্গপুরে দাবা প্রতিযোগিতা আয়োজন করা হয়। দুস্থ, অবিবাহিত পরিবারগুলোকে আমরা সাহায্যের হাত বাড়িয়েদি সবসময় । ১৫ই সেপ্টেম্বর একটি স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। আমরা তিলোত্তমার বিচার জন্য রাত দখল মিছিল করে ছিলাম । তিলোত্তমার বিচার জন্য প্যান্ডেলের পিছনের পুরো পর্দা কালো হবে। কালের আঁধার ভেদ করে মা আসে মাটি খুঁজতে। এই থিমের সাথে সামঞ্জস্য রেখে, সমস্ত অভ্যন্তর সজ্জা মাটি দিয়ে তৈরি করা হবে। পুজোর উদ্বোধন হবে ৬ই রবিবার অক্টোবর বিকেল 4 টায়, মেদিনীপুরে রামকৃষ্ণ মিশনের প্রথমানন্দ মহারাজের দ্বারা পরিচালিত হবে ।৭৫তম বর্ষ উদযাপনে, ৭৫ জন দুস্থ ব্যক্তিদের কাপড় দেন করা হবে । ১৪ই অক্টোবর প্রতিমা নিরঞ্জন করা হবে। ৭৫তম বর্ষ উদযাপনে জন্য ৭৫টি ঢাকি থাকবে। 80 বছর বয়সীদের সম্মানিত করা হবে। পুজোর বাজেট নির্ধারণ করা হয়েছে বারো লাখ টাকা। এছাড়াও বক্তব্য রাখেন নির্মাল্য মৈত্র, অজিত ঘোষাল, ঈশিতা ব্যানার্জি ,। দীপক কুমার দাশগুপ্ত সমাজমূলক বার্তা দিয়ে বলেন সমস্ত পুজোর কমিটিকে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা গেট না দেওয়ার জন্য একটি বার্তা পাঠিয়েছেন।মালঞ্চ বালাজি মন্দিরপল্লী উন্নয়ন সমিতি পক্ষ থেকে সমস্ত সাংবাদিকদের উপহার দিয়ে সম্মানিত করা হয়।