খড়্গপুরের অতুলমনী হাই স্কুলের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে!
সেখ ওয়ারেশ আলী : খড়্গপুরের অতুলমনী হাই স্কুলের সামনে থেকে অস্ত্রসহ গ্রেফতার করা হল এক দুষ্কৃতীকে। দুষ্কৃতীর কাছ থেকে উদ্ধার একটি দেশি পিস্তল , ৮ এম এম ক্যালিবার সহ কার্তুজ। জানা গিয়েছে, ৭ই ডিসেম্বর রবিবার রাতে খড়্গপুরের অতুল মনি হাই স্কুলের সামনে গোপন সূত্রে খবর পেয়ে একটি স্করপিও গাড়িকে আটকায় খড়গপুর টাউন থানার পুলিশ।ঘটনাস্থলেই গাড়িতে থাকা ব্যক্তিকে গ্রেফতার করেন খড়গপুর টাউন থানার পুলিশ। খড়গপুর মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস ধীরাজ ঠাকুর জানান, স্করপিও গাড়ি, আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতকে আদালতে তোলা হবে এবং হেফাজতে নিয়ে জানতে চাওয়া হবে, অস্ত্র নিয়ে কোথায় এবং কেন যাচ্ছিল সে।সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া ব্যক্তির নাম সুভাষ ঠাকুর। তিনি নাকি গাড়িতে যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের বোর্ড লাগিয়ে চলাফেরা করতেন। তবে তৃণমূল জেলা সভাপতি জানিয়েছে—সুভাষের সঙ্গে দলের কোনও আনুষ্ঠানিক সম্পর্ক নেই এবং দলের কোনও পদেও তিনি ছিলেন না।
ফলে প্রশ্ন উঠছে—তৃণমূলের নাম ব্যবহার করে তিনি কীভাবে এতদিন ঘুরে বেড়াতেন?এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও তরজা শুরু হয়েছে। পুলিশ তদন্তে নেমেছে পুরো ঘটনার বিস্তৃত দিক খতিয়ে দেখছেন। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরের মালঞ্চ এলাকার ।কী উদ্দেশ্যে এবং কোথায় এই গাড়িটি যাচ্ছিল তা খতিয়ে দেখা হয়েছে পুলিশের তরফে।সোমবারই ওই দুষ্কৃতীকে খড়গপুর আদালতে পেশ করা হয়েছে।