খড়্গপুর উইলস স্টার ক্লাবের বিজয়া সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান!

নিজস্ব সংবাদদাতা : ৭ই নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যাতে খড়্গপুরের মালঞ্চ উইলস স্টার ক্লাবের ৪১ তম বর্ষের কালীপুজো উপলক্ষ্যে বিজয়া সম্মেলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। খড়্গপুরের মালঞ্চ রোড প্রজাপতি ঘরের পাশে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার দুই প্রতিষ্ঠিত শিল্পী মানস কুমার ও বনি প্রিয়াঙ্কা। ক্লাব সভাপতি বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত বলেন, ' গত ৪১ বছর ধরে ক্লাবের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় কালী পুজো সহ নানা সামাজিক কাজ হচ্ছে।' এদিন তিনি মঞ্চে ক্লাবের সমস্ত সদস্যদের ডেকে নিয়ে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ' আপনাদের জন্যই চার দশক ধরে পুজো ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে। পর্দার আড়ালে থেকে আসল কাজ তো আপনারাই করছেন।' এদিন উপস্থিত অতিথি সহ খড়্গপুরের বেশ কিছু সংবাদমাধ্যমের প্রতিনিধিদের পুষ্পস্তবক ও স্মৃতিফলক দিয়ে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌতম বর্ধন, সঞ্জীব পাল, কল্লোল পন্ডা, সুব্রত দে, দীপক চক্রবর্তী, প্রসেনজিৎ দে, মইদুল খান, সঞ্জীব রায়, শ্যামল দাস, সুদীপ রায়, প্রদীপ দে, শঙ্কু গোস্বামী, সুপ্রিয় বোস, প্রদীপ মোদক, সুব্রত মজুমদার, চন্দন চ্যাটার্জী, বাবলা চক্রবর্তী, শুভজিৎ ঘোষ, বিশাল শর্মা, বিশ্বজিৎ সান্যাল, নন্দন সরকার, ললিত ও টিঙ্কু সহ আরও অনেকে।