খড়্গপুরের খরিদায় শ্মশানের জলের মেশিন উদ্বোধন!
অপূর্ব মজুমদার : গোটা দেশে জলের সমস্যা, দূষিত হচ্ছে পরিবেশ, বাঁচাতে আমাদের রুখে দাঁড়ানো দরকার । এই রকম জলের সমস্যা অনেক দিন ধরে ছিল খড়্গপুরের মন্দিরতলা শ্মশানের । গরম কালে শশ্মান যাত্রী এবং শশ্মানের কর্মচারীদের সুবিধার্থে একটি ঠান্ডা জল পরিশোধক মেশিন চালু করা হলো। যতীনমিত্রস্মৃতিরক্ষাকমিটি উদ্যোগে খড়গপুরের মালঞ্চার এক সুহৃদয় ব্যক্তির সহযোগিতায় এই মেশিন বসেছে। জলের মেশিনটি উদ্বোধন করলেন খড়গপুর চেয়ারপারসন কল্যাণী ঘোষ ও শহরের বিশিষ্টজন এবং সংগঠনের অন্যতম অনিল দাস(ভীমদা)। শ্মশানে এলে অনেকেই জল কিনে আনতে হতো এবং রাতে সেই কেনা জল পাওয়া যেত না। খড়্গপুরের মালঞ্চ এলাকাবাসি খুব খুশি এই অভিনব উদ্যোগে।