খড়্গপুরের মালঞ্চ উৎসব কমিটির আয়োজনে "বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী ও কবি প্রণাম"!

খড়গপুর বিভু কানুনগো : ১৭ই মে শনিবার অনুষ্ঠিত হোলো খড়্গপুর উৎসব কমিটির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ও কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করা হয়। খড়্গপুরের মালঞ্চ স্হিত বৃন্দাবন অ্যাপার্টমেন্ট এর কম্যুনিটি সভাগৃহে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হলো। কবির ছবিতে মাল্যর্পণ করে অনুষ্ঠান শুরু করেন অধ্যাপক ডঃ তপন কুমার পাল। এর পর অধ্যাপক ডঃ তপন কুমার পাল ও নমিতা পাল দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন। পরে অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পাপড়ি বসু,সাধনা বসু, সুবীর দাস, মানস রক্ষিত,সুমিতা কুন্ডু,কল্যাণ সিংহ মহাপাত্র,সুমনা শীল মাইতি,দুলাল টুডু,পালোমা মিত্র দাস,পার্থ প্রতীম হোম,কৌশিক চক্রবর্ত্তী ও শ্যামল বসু।আবৃত্তির অনুষ্ঠান পরিবেশন করেন শ্যামাপদ পাটী,নূপুর ভট্টাচার্য ও গৌতম সেনগুপ্ত। তবলা ও পারকাশন সঙ্গীত পরিবেশন করেন শ্যামল বসু, সহদেব দাস, দেবাশিস শীল,সুমন রানা,নন্দন পাল,স্বপন ব্যানার্জী ও অভিষেক গুপ্ত।। শব্দ প্রক্ষেপণ করেন সোনু সাউন্ড এর হরিমোহন শর্মা। খড়্গপুরের মালঞ্চ বৃন্দাবন অ্যাপার্টমেন্টকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন সম্পাদক সৌমেন চক্রবর্ত্তী।