খড়্গপুর পৌরসভায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ১৩৪৯ টি প্রকল্পের শুভ সূচনা!

অরিন্দম চক্রবর্তী :  ৮ই ডিসেম্বর সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খড়গপুর পৌর এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির ২৭০ টি বুথে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে ১৩৪৯টি প্রকল্পের শুভ সূচনা অনুষ্ঠান হল। পৌরসভা প্রাঙ্গনে এদিন উপস্থিত ছিলেন চেয়ারপারসন কল্যাণী ঘোষ।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-আপাতত প্রথম পর্যায়ে এই প্রকল্পে ১৫কোটি টাকা এসেছে। প্রত্যেক কাউন্সিলর কে বলব আপনার এলাকায় কাজ ঠিকভাবে হচ্ছে কিনা তা দেখবেন। মঞ্চে উপস্থিত ছিলেন উপ পৌর প্রধান তৈমুর আলী, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বে থাকা সি আই সি রা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। ওয়ার্ড গুলির দাবি মত কাজের বিস্তারিত তথ্য সম্মিলিত একটি পুস্তিকা অনুষ্ঠানে প্রকাশ করা হয়।