খড়গপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের নিমপুরা মহিলা ফুটবল ম্যাচ ঘিরে উন্মাদনা!

অরিন্দম চক্রবর্তী : ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পশ্চিম মেদিনীপুর জেলার ২৫ তম সম্মেলন উপলক্ষে ৫ই জানুয়ারি রবিবার খড়গপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের নিমপুরা প্রান্তিক মাঠে বিকেল তিনটায় একটি মহিলা ফুটবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হলো। কেশিয়াড়ী একাদশ ও শালবনি একাদশের মধ্যে এই খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। খেলাটি পরিচালনা করেন মহিলা রেফারি সন্ধ্যা রানা। এর কিছু পূর্বে খরগোপুর একাদশ ও মেদিনীপুর একাদশ সদ্য ভেটারেন্স ফুটবল প্রদর্শনীর একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে ২-২ গলে ম্যাচটি অমীমাংসিত থাকে। এদিন খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার ভাস্কর গাঙ্গুলী। এছাড়া ছিলেন অতীত দিনের ফুটবলার অমিয় ভট্টাচার্য, সুবীর সিনহা চৌধুরী, পলু দাশগুপ্ত। জেলা সম্মেলন উপলক্ষে এদিন সকালে ৮ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় ৯১ জন অংশগ্রহণ করেন। রোড রেসটি ট্রাফিক মাঠ থেকে নিমপুরা পেট্রোল পাম্প পর্যন্ত হয় বলে জানালেন উদ্যোক্তাদের পক্ষে অভ্যর্থনা কমিটির সবুজ ঘোড়ই, মেদিনীপুর স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সভাপতি অনিত বরন মন্ডল, সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তাপস সিনহা। খেলা তত্ত্বাবধানে ছিলেন প্রাক্তন ফুটবলার অমল মজুমদার।