খড়্গপুরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ প্রাইমারি-২তে বিদ্যাসাগরের মূর্তি উন্মোচন!

অরিন্দম চক্রবর্তী : ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন হল খড়গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ প্রাইমারি-২তে। মূর্তি উন্মোচন করে প্রধান অতিথি জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ শ্যামাপদ পাত্র। তিনি বলেন জেলার ৩৮০০ টি প্রাইমারি স্কুলে শিক্ষার পথপ্রদর্শক বিদ্যাসাগরের মূর্তি না থাকলে পরবর্তী প্রজন্ম আমাদের কাজকর্মের লজ্জা পাবে ।তাই প্রতিটি বিদ্যালয়ে বিদ্যাসাগরের মূর্তি স্থাপন করা দরকার। স্কুলের টিচার ইনচার্জ বহ্নিশিখা নন্দী বলেন স্টুডেন্ট ডিজিটাল সিস্টেম ২০২৪ এ চালু হয়েছে। লায়ন্স ক্লাবের পক্ষ থেকে সিসিটিভির ক্যামেরাও লাগানো হয়েছে। তবে শিশু থেকে ক্লাস ওয়ান ছাত্র-ছাত্রীরা দের স্কুলে আসার ও মিড ডে মিল খাওয়ার মধ্যবর্তী সময়টাতে খিদে পাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে। তাই ওই সময়টাতে যাতে বাচ্চারা কিছু খাওয়ার খেতে পায়, তার দিকে নজর দিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করছি। শ্যামাপদ বাবু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল ইনস্পেক্টর রজত পাল, ডি পি এস সি চেয়ারম্যান অনিমেষ দে, ডব্লু ডি পি টি এর সভাপতি অরিন্দম সিংহ ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজু পাল। বিদ্যালয়টি ২০০১ সালে স্থাপিত হয়। বর্তমানে দুশোর বেশি ছাত্র-ছাত্রী এই স্কুলে পড়াশোনা করছে বলে জানা গেল। এলাকায় বিদ্যালয়টি খুবই জনপ্রিয়।