খড়্গপুরের নিমপুরা প্রান্তিক মাঠে স্মৃতি ফুটবল প্রতিযোগিতা!

খড়্গপুর অপূর্ব মজুমদার : অনুরূপা কুন্ডু ও বিনয় দাস চৌধুরী স্মৃতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গত ২৫ শেষ জানুয়ারি । অনুর্ধ্ব ১৫ ছেলেদের আট দলীয় প্রতিযোগিতাটি হয় খড়্গপুরের নিমপুরা প্রান্তিক মাঠে। জয়ী হয় মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠ। তারা ট্রাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে মানিকপাড়া ফুটবল অ্যাকাডেমিকে। ফাইনালের সেরা মানিকপাড়া ফুটবল অ্যাকাডেমির সুমন হাঁসদা। টুর্নামেন্টের সেরা মানিকপাড়া বিবেকানন্দ বিদ্যাপীঠের বীরসিং মুর্মু।

২৭ শে জানুয়ারি এই মাঠেই হয় আট দলীয় অনুরূপা কুন্ডু ও মহামায়া বেরা স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা। সাঁকরাইলের ট্রাইবাল মহিলা ফুটবল অ্যাকাডেমি ২ - ০ গোলে নয়াগ্রাম থানা বালিকা বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ম্যান অব দি ম্যাচ হয় চম্পা কিস্কু। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় তুলসী হেমব্রম। টুর্নামেন্টগুলির উদ্যোক্তা অমিতেশ কুন্ডু, সুমন্ত বেরা ও বিপ্লব দাস চৌধুরী। উপস্থিত ছিলেন মেদিনীপুর জেলা স্পোর্টস ডেভেলপমেন্ট অ্যাকাডেমির খড়্গপুর ইউনিটের সম্পাদক অমল মজুমদার, সভাপতি অনিত বরন মন্ডল, টেবিল টেনিস কোচ শ্রীপর্ণা নন্দ, আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক রিন বেরা ও প্রাক্তন ফুটবলার প্রদ্যুৎ দাশগুপ্ত প্রমুখ।