স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ হয়ে পড়ে আছে খড়গপুর মহকুমা(চাঁদমারী) হাসপাতালে ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত করল খড়গপুরের 'আমরা বামপন্থী সংগঠন'!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : বেহাল স্বাস্থ্য, তাকে মেরামত করার মুখ্যমন্ত্রীর সাধের স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ হয়ে পড়ে আছে খড়গপুর মহকুমা(চাঁদমারী) হাসপাতালে। দ্রুত স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা চালু করতে আজ ডেপুটেশন দিল 'আমরা বামপন্থী সংগঠন'। মহকুমা হাসপাতালে একগুচ্ছ দাবিতে আজ ডেপুটেশন ও বিক্ষোভ সংগঠিত করল খড়গপুরের আমরা বামপন্থী। তাদের দাবি বিগত ৩মাস ধরে স্বাস্থ্যসাথী পরিষেবা বন্ধ। গরীব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিজেদের টাকা খরচ করেই চলেছে।এই নিয়ে আজ তারা আন্দোলনে নেমেছে। তাদের ডেপুটেশনে কিছু দাবি তুলে ধরেছে-
প্রায় ১বছর ধরে প্রতিবন্ধী সার্টিফিকেট প্রদান বন্ধ। প্রতিবন্ধীরা দূর থেকে এসে তাদের সার্টিফিকেট না পেয়ে ঘুরে যায়। যক্ষা(TB) এবং পশু কামড়ানোর ইঞ্জেকশন অপ্রতুলতা চলছে। রাজ্য থেকে জেলায় পর্যাপ্ত সরবরাহ হচ্ছে না। নায্য মূল্যের ঔষধ দোকানে বেশি ওষুধ নেয় এবং রাতে খোলা রাখতে হবে। হাসপাতালের চারপাশ ও ওয়ার্ডের বাথরুমগুলি নিয়মিত পরিস্কার চাই। C T SCAN ও ডায়লাসিস দ্রুত চালু করতে হবে। আরো অন্যান্য দাবি জানানো হয়। হাসপাতাল সুপার ধুতিমান ভট্টাচার্য তা শোনেন, এবং স্বাস্থ্যসাথী ও প্রতিবন্ধী সার্টিফিকেট বিষয়ে রাজ্যস্তরের আলোচনা না হলে কিছু করার নেই জানান। আমরা বামপন্থী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-কম: অনিল দাস, গোপেন্দু মহাপাত্র সহ অন্যান্যরা।