খড়গপুরে ডিআরএম বাংলোর সামনে বিক্ষোভ খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির!

নিজস্ব সংবাদাতা : ১১ই জুন বুধবার সকালে খড়গপুরে ডিআরএম বাংলোর সামনে বিক্ষোভ খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির।উপস্থিত ছিলেন প্রদীপ সরকার, বি. হরিশ কুমার, নমিতা চৌধুরী, রীতা শর্মা,অসিত পাল,দেবাশীষ চৌধুরী,জহর লাল পাল,রিতা শর্মা,ফিদা হুসেন,আয়ুব আলী, রোহন দাস প্রমুখ।খড়গপুর বস্তি বাঁচাও সংগ্রাম সমিতির ডিআরএম বাংলো ঘেরাও করার অভিযান শান্তিপূর্ণভাবে চলছিল কিন্তু হঠাৎ আরপিএফ লাঠিচার্জ করে এবং এই মেদিনীপুরে সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি অসিত পাল গুরুতর আহত হন এবং তাকে চাঁদমারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দাবি করা হয় পুনর্বাসনের জন্য বিকল্প বাসস্থান ব্যবস্থা ও উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়ে বস্তি উচ্ছেদ করা চলবে না। রেলের কারণে কিছু রাস্তা বন্ধ হয়ে যায়, যা স্থানীয় মানুষের জন্য সমস্যা তৈরি করে।