খড়্গপুর শহরের কথা কমিউন এর সাংস্কৃতিক সন্ধ্যা!

অরিন্দম চক্রবর্তী:  ২১শে ডিসেম্বর রবিবার খড়গপুর শহরের কথা কমিউন সংস্থা আবার বছর কুড়ি পরে অনুষ্ঠান অনুষ্ঠিত করল। মালঞ্চ অতুল মনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় শ্রুতি নাটক পরিবেশন করেন তাপস চৌধুরী এবং পাপিয়া চক্রবর্তী, কবিকণ্ঠে দেবব্রত দত্ত, আবৃত্তিতে মৌসুমী মুখার্জী পাল, স্বাতী বন্দ্যোপাধ্যায়, জেলার কন্ঠে পূর্ব মেদিনীপুরের কবি দেবাশীষ চক্রবর্তী, জেলা সদর থেকে অজন্তা রায়, এ শহরের কণ্ঠ সোনালী অট্টনায়েক, সংস্থার গর্ব জাগরী মুখোপাধ্যায়, আগামীর তারা আবৃত্তি উত্তম পরিচালনা অর্ণব চক্রবর্তী, এবং কথা কমিউন এর শিক্ষার্থীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কর্ণধার কৃশানু আচার্য।