খড়গপুর রেল পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে মক ড্রিল শেষ হলো!

নিজস্ব সংবাদদাতা : সারা দেশ জুড়ে বুধবার অর্থাৎ ৭ মে ২০২৫ তারিখে মক ড্রিল বা মহড়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার। এই বিশেষ মক ড্রিল বা মহড়ার দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের রেল পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ তত্ত্বাবধানে শেষ হলো খড়্গপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়।রেলওয়ে পুলিশ, জিআরপি, সিভিল ডিফেন্স, রেলের বিভিন্ন দপ্তরের লোকজন সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মীদেরকে নিয়েও এদিন এই মকড্রিল অনুষ্ঠিত হয়। দক্ষিণ- পূর্ব রেলের খড়্গর ডিভিশনের এডিআরএম মণীষা গোয়েল জানান, বিশেষ নির্দেশে এই মক ড্রিল হয়। মূলত বিমান হামলার সাইরেন, নাগরিকদের তাৎক্ষণিক বার্তা পাঠানো এবং আরও অনেক কিছুর মতো জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা মূল্যায়নের জন্যই করা হচ্ছে। এই বার্তাগুলিতে স্পষ্টতই দেশের লক্ষ লক্ষ স্মার্টফোন ব্যবহারকারীর জন্য জরুরি সতর্কতা অন্তর্ভুক্ত থাকবে, যা অপারেটরদের মাধ্যমে প্রেরণ করা হবে।

Android অথবা iOS ফোনে এই ধরনের অ্যালার্ট বা সতর্কতা আসবে কি না, সেটা তাঁরা বুঝবেন কীভাবে?

১.প্রথমে নিজের Android ফোনের Settings-এ যেতে হবে।
২. এবার স্ক্রিন স্ক্রোল ডাউন করে Safety and Emergency-তে আসতে হবে।
৩. এবার ব্যবহারকারী খুঁজে পাবেন Wireless এমার্জেন্সি অ্যালার্ট অপশন, তার উপর ট্যাপ করতে হবে।
৪. নিজের ডিভাইসের সমস্ত অ্যালার্ট এনেবল করতে হবে।
iPhone-এ মক ড্রিল অ্যালার্ট:কীভাবে এনেবল করা যাবে?
১. প্রথমে Settings-এ যেতে হবে।
২. স্ক্রোল ডাউন করে Notifications-এ গিয়ে তাতে ট্যাপ করতে হবে।
৩. স্ক্রিনের একেবারে নীচের দিকে নেমে যেতে হবে। সেখানে ব্যবহারকারী Government Alerts ট্যাব দেখতে পাবেন।
৪. গুরুত্বপূর্ণ মেসেজ পাওয়ার জন্য Test অ্যালার্ট টগল বাটন এনেবল করে দিতে হবে।