খড়গপুর রামকৃষ্ণ সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির

খড়গপুর অরিন্দম চক্রবর্তী:  রক্তদান একটি মহান দান,সব সময় রক্তের অভাব দেখা দেয়, এটা নুতন কথা নয়। বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের অভাব কার্যত চরম আকার ধারণ করেছে। ব্লাড ব্যাংকে এই মুহূর্তে রক্তের আকাল কিছুটা হলেও সামাল দিতে এগিয়ে এল খড়গপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটি। ১২ জানুয়ারি রবিবার খড়গপুর রামকৃষ্ণ বিবেকানন্দ সোসাইটির উদ্যোগে যুব দিবস উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল  । সকালে প্রভাত ফেরিতে অংশ নেয় ২০০ জন ছাত্রছাত্রী। সকাল ১০ টায় শুরু হয় ১৫ তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন চারজন মহিলা সমেত ২৭ জন রক্তদান করেন বলে সোসাইটির পক্ষ থেকে জানা গেছে। রক্ত সংগ্রহ করেন ডাক্তার ঝুমা মুখার্জির নেতৃত্বে খড়গপুর মহকুমা হাসপাতালের সাতজনের চিকিৎসক টিম। শিবিরের অব্যবহিত পরেই দেড়শ জন দুস্থ মানুষকে কম্বল দান করা হয়েছে বলে জানালেন সোসাইটির সম্পাদক প্রভাত হালদার ও স্কুল সম্পাদক সজীব মুখার্জি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক যোগেশ পাটিল অশোক রাও, পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, কাউন্সিলর সি এইচ বিষ্ণুপ্রসাদ, সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত ও অন্যান্য আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।