কেঁপে উঠল খড়গপুর! রশ্মি মেটালস-এ চারটি বিস্ফোরণ, শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পেলেন!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ শিল্পাঞ্চল এলাকায় ২৩শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টার দিকে একের পর এক চারটি বিশাল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। বিস্ফোরণগুলি এতটাই তীব্র ছিল যে জাতীয় মহাসড়ক থেকে আবাসিক এলাকা পর্যন্ত আতঙ্কের সৃষ্টি করে।শিল্পাঞ্চলে বসবাসকারী মানুষ এই ধরনের দুর্ঘটনায় অভ্যস্ত, কিন্তু এবার বিস্ফোরণের তীব্রতা সবাইকে হতাহত করেছে। কিছুক্ষণের মধ্যেই শহরজুড়ে হতাহতের বিভিন্ন গুজব ছড়িয়ে পড়তে শুরু করে।সূত্র অনুসারে, রশ্মি মেটালস-১-এর এসএমএস ফার্নেস বিভাগে দুর্ঘটনাটি ঘটে, যেখানে লোহা গলানোর কাজ পরিচালিত হয়। কারখানাটিতে মোট চারটি ফার্নেস রয়েছে। সম্ভাব্য লিকেজ টের পেয়ে সেখানকার শ্রমিকরা সময়মতো ফার্নেস এলাকাটি খালি করে ফেলে বলে জানা গেছে। কিছুক্ষণ পরেই, একের পর এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি করে।তবে, কোনও হতাহতের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। এদিকে, খড়গপুর দূষণ বিরোধী কমিটির সম্পাদক অনিল দাস এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এই কারখানার দূষণের বিরুদ্ধে লড়াই করে আসছি।এখন শ্রমিকদের নিরাপত্তাও সমানভাবে গুরুতর। যদি শ্রমিকদের সময়মতো সরিয়ে না নেওয়া হত, তাহলে বিপুল সংখ্যক প্রাণহানি হত।