রেলশহর খড়গপুরে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফ-এর বড় সাফল্য!
নিজস্ব সংবাদদাতা : চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৩০২ টি মোবাইল মূল্যবান সামগ্রী,ক্যাশ টাকা উদ্ধার করলো খড়্গপুর আরপিএফ। ২৫শে সোমবার ট্রেন নং ১৮০৪৬ Dn (ইস্ট কোস্ট এক্সপ্রেস) এর এসকর্টিংয়ের সময়, RPF মহিলা এসকর্ট কর্মীরা কোচ A2, বার্থ নং 2 এবং 3-এ ভ্রমণরত দুই যাত্রীকে সন্দেহজনক আচরণ করতে দেখেন।উদ্ধার হয়েছে আনুমানিক প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০২টি চোরাই মোবাইল এবং নগদ ৩ লক্ষ ৯১ হাজার টাকা। সেই সঙ্গে আরপিএফ (RPF) বাজেয়াপ্ত করেছে একটি চারচাকা গাড়ি।আরপিএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে ১৮০৪৬ ডাউন হায়দ্রাবাদ-শালিমার ইস্টকোস্ট এক্সপ্রেসে ডিউটিতে ছিলেন আরপিএফের দুই লেডি কনস্টেবল রিঙ্কু যাদব ও সঙ্গীতা দেবী। সেই সময় এ২ কামড়ায় সফররত দুই যাত্রীর গতিবিধি তাঁদের সন্দেহজনক মনে হওয়ায় তাঁরা জেরা শুরু করেন। জেরায় পুলি বনেশ নামে ঐ যুবক ও তার মহিলা সহযাত্রী সতপতি মহালক্ষ্মী ভেঙে পড়ে। তাদের সঙ্গে থাকা তিনটি ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় ৬০ লক্ষ টাকা মূল্যের ৩০২টি চোরাই মোবাইল। আটক করা হয় ঐ দুই রেলযাত্রীকে। আরপিএফ পুলিশ গ্রেপ্তার করে পুলি বনেশ ৩০ বছর, সাথুপতি মহালক্ষ্মী ৪১ বছর ,ব্রহ্ম দেব যাদব ৪০ বছর , সৈয়দ মোঃ উমর নিজামী ২৮ বছর,সালামত আলী ৩০ বছর ,আসরাফ আলী ৪০ বছর। তাদের জেরা করে মোবাইল পাচার চক্রে তাদের সঙ্গীদের খোঁজ মেলে। খড়গপুরে অভিযানে নামে আরপিএফ। মঙ্গলবার খড়গপুরে আরপিএফ-এর দল অভিযান চালিয়ে স্টেশন সংলগ্ন এলাকা থেকে একটি আর্টিকা গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৯১ হাজার টাকা নগদ উদ্ধার হয়। ধৃতদের মঙ্গলবার সন্ধ্যায় খড়গপুর জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতদের আদালতে পেশ করা হবে। খড়গপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় মোবাইল খোয়া গিয়েছে অনেক যাত্রীর।