খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ক্যারাটের টেকনিকেল সেমিনার!

অরিন্দম চক্রবর্তী: ২১শে ডিসেম্বর খড়গপুর সেরসা স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় অ্যাডভান্স টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। ২০শে ডিসেম্বর এক প্রেস মিনিটে একথা জানান আট বারের ব্ল্যাক বেল্ট বিজয়ী ভারতের অন্যতম ক্যারাটে খেলোয়াড় তথা আন্তর্জাতিক কোচ ও রেফারি এবং গ্লোবাল ক্যারাটে সংস্থার প্রতিষ্ঠাতা হানসি প্রেমজিৎ সেন। তিনি প্রেস মিটে খবের সাথে বলেন-"ব্যাঙের ছাতার মত বিভিন্ন জেলায় ক্যারাটে সংস্থা গজিয়ে উঠেছে। তারা না পারছে ভালো খেলোয়াড় তৈরি করতে না পারছে তাদের ছাত্র-ছাত্রীরা ভালো পুরস্কার আনতে। এ বিষয়ে তিনি প্রতিটি অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন।"মিথ্যা প্রলোভনে না পড়ে ভারত সরকার ক্যারাটে ফেডারেশন দ্বারা এবং ক্যারাটে অর্গানাইজেশন ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই বাচ্চাদের শেখানোর পরামর্শ দেন।২০শে ডিসেম্বর ২০২৫ তাং তেস মিটিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাসবিহারী পাল, অরূপ বর্মন, নাগার্জুন মাহাতা, এস আর মল্লিক, ব্রিজেম প্রজাপতি, সুরজিৎ দাস, সুরজিৎ চক্রবর্তী সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।