খড়্গপুর সেরসা স্টেডিয়ামে ক্যারাটের টেকনিকেল সেমিনার কর্মসূচি!

অরিন্দম চক্রবর্তী: ২১শে ডিসেম্বর রবিবার খড়গপুর সেরসা স্টেডিয়ামে মাঠে পশ্চিম মেদিনীপুর জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের পরিচালনায় অ্যাডভান্স টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয় ।

একজন খেলোয়াড়ের জন্য অর্জন কেবল একটি সংখ্যা। এর জন্য প্রচুর পরিশ্রম এবং ত্যাগের প্রয়োজন হয় যা শেষ পর্যন্ত দুর্দান্ত সাফল্যের দিকে পরিচালিত করে। কারাতে ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি হানশি প্রেমজিৎ সেনকে সম্প্রতি ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন (ডব্লিউকেএফ) কারাতে ডো খেলায় তার অনুকরণীয় অবদানের জন্য ৮ম ড্যান ব্ল্যাক বেল্টে ভূষিত করেছে।তিনি হলেন প্রথম বাঙালি যিনি WKF কর্তৃক স্বীকৃত, যা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) দ্বারা যথাযথভাবে স্বীকৃত বিশ্বের কারাতে শীর্ষ সংস্থা।

একদিনের প্রশিক্ষণ শিবিরে জেলার ৪৭টি টি শাখার কোচ সহ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করো বলে জানান কোচ নাগার্জন মাহাতো। এইদিন ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেন ৮ম ড্যান ব্ল্যাক বেল্টে ভূষিত প্রেমজিৎ সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অজিত মাইতি,ভারতীয় ক্রিকেটার দীপক চাহার,খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান কল্যানী ঘোষ,পৌরসভার উপ পুরপ্রধান তৈমুর আলি খান,দেবাশীষ চৌধুরী, মৃণাল কান্তি বারিক, প্রদীপ জৈন, রাসবিহারী পাল, অরূপ বর্মন, নাগার্জুন মাহাতা, এস আর মল্লিক,ব্রিজেম প্রজাপতি, সুরজিৎ দাস, প্রদীপ জৈন,সুরজিৎ চক্রবর্তী সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।হংসী প্রেমজিৎ সেন এক দশকেরও বেশি সময় ধরে কঠোর পরিশ্রম করে WKF-এর এই মর্যাদাপূর্ণ ৮ম ড্যান ব্ল্যাক বেল্ট অর্জন করেছেন।শুধু তাই নয়, হানশি প্রেমজিৎ সেন একজন সুনামধন্য ব্যক্তি, যিনি কারাতে ডু শিল্পকে জনপ্রিয় করার জন্য তাঁর অনুকরণীয় অবদানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়।

বছরের পর বছর ধরে তাঁর কঠোর পরিশ্রম এবং ত্যাগ তাকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কার এনে দিয়েছে। হানশি প্রেমজিৎ সেন বলেন ব্যাঙের ছাতার মত বিভিন্ন জেলায় ক্যারাটে সংস্থা গজিয়ে উঠেছে। তারা না পারছে ভালো খেলোয়াড় তৈরি করতে না পারছে তাদের ছাত্র-ছাত্রীরা ভালো পুরস্কার আনতে।

এ বিষয়ে তিনি প্রতিটি অভিভাবকদের সতর্ক হওয়ার পরামর্শ দেন।"মিথ্যা প্রলোভনে না পড়ে ভারত সরকার ক্যারাটে ফেডারেশন দ্বারা এবং ক্যারাটে অর্গানাইজেশন ও বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকেই বাচ্চাদের শেখানোর পরামর্শ দেন।