খড়গপুর সাউন্ড এন্ড লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সভা!
খড়গপুর অরিন্দম চক্রবর্তী: ১২ জানুয়ারি রবিবার খড়্গপুর সাউন্ড এন্ড লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। খড়্গপুর মালঞ্চ প্রেম হরি ভবনের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যানী ঘোষ। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন সাউন্ড এবং লাইট এই দুটি জিনিস না হলে কোন প্রোগ্রাম সাকসেসফুল হয় না। কিছু কিছু সময় কোন অনুষ্ঠানে মাইকের শব্দ লিমিট ক্রস করে গেলে স্থানীয় থানা ওই ব্যবসায়ীর বিরুদ্ধে জবাবদিহি চায়। বর্তমানে কমিটির মোট সদস্য সংখ্যা ৩১ জন। ওই বিপদের সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা একজন হয়ে প্রতিবাদ করুন। অনুষ্ঠানে অন্যতম অতিথি তৃণমূলের জেলার সহ-সভাপতি তথা বই মেলা কমিটির সম্পাদক দেবাশীষ চৌধুরী । তিনি বলেন কর্পোরেট সংখ্যাগুলি আপনার মালিক নয়। তাই ব্যবসার খাতিরে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। কিছু ব্যবসায়ী সরকারি সিদ্ধান্তকে তোয়াক্কা না করে উচ্চস্বরে সাউন্ড থ্রো করে, তখন পোহাতে হয় পুলিশি হয়রানি। তাই উদ্যোক্তারা যাতে পুলিশ পারমিশন নিয়ে সাউন্ড সিস্টেম বুকিং করে তার দিকে খেয়াল রাখতে হবে। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সি এইচ বিষ্ণু প্রসাদ, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বি হরিশ, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডাক্তার তপন প্রধান এবং আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার পক্ষ থেকে এদিন ২৫০ জন দুস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয় বলে জানালেন অ্যাসোসিয়েশনের সম্পাদক পরেশনাথ সিং (টিংকু) ও সভাপতি শিবনারায়ণ গুপ্ত।