খড়্গপুরের ২৭নং ওয়ার্ড টিএমসি পার্টি অফিস খালি করার নির্দেশ রেলওয়ের পক্ষ থেকে!
খড়গপুর অপূর্ব মজুমদার : ১৪ই মে বুধবার সকালে রেলের পক্ষ থেকে এই নোটিশ লাগানো হয়েছে খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের টিএমসি পার্টি অফিসে। হঠাৎ করে তাদের উচ্ছেতে নোটিশ দেওয়ার চিন্তায় পড়েছে তারা। নোটিশ লেখা আছে যে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলতে হবে আগামী ৭ দিনের মধ্যে । তা না হলে রেল কর্তৃপক্ষ পদক্ষেপ করতে বাধ্য হবে। এই নোটিস লাগাতে গিয়ে আবাসিকদের বলা হয়েছে, নির্দেশ না মানলে উচ্ছেদ করা হবে। রেল কর্তৃপক্ষের এই আচরণে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে খড়্গপুরের ২৭ নম্বর ওয়ার্ডের এলাকার।