খড়গপুর তৃণমূলের পক্ষ থেকে ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে খরিদা জৈন মন্দিরে এক বিরাট সভা ও পদযাত্রা !

অরিন্দম চক্রবর্তী :  খড়গপুর তৃণমূলের পক্ষ থেকে ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে খরিদা জৈন মন্দিরে এক বিরাট সভার ও পদযাত্রার আয়োজন করা হয়।এই সভায় মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।এদিনের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, প্রদীপ সরকার, দেবাশিস চৌধুরী,সন্দীপ সিংহ,অসিত পাল,জহর পাল,নির্মাল্য চক্রবর্তী,বি. হরিশ কুমার,রিতা শর্মা প্রমুখ।

শহীদ দিবস উপলক্ষে সকলকে কলকাতা ধর্মতলায় যাবার আহ্বান জানান।সভার মূল বক্তা ছিলেন সাংসদ জুন মালিয়া। তিনি বলেন পরিযায়ী শ্রমিকরা বাংলা বলার জন্য বাংলার বাইরে তাদের বিদেশি বলে দেগে দেওয়া হচ্ছে। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।সভা শেষে জৈন মন্দির থেকে বড় বাতি পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়।এই পদযাত্রায় জুন মালিয়ার সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে যান দেবাশিস চৌধুরী, প্রদীপ সরকার,তপন প্রধান,বি হরিশ ,জহর পাল প্রমুখ নেতারা ও অসংখ্য মানুষ অংশ গ্রহণ করে।