খড়্গপুর শহরের প্রাক্তন বিধায়ক: চাচার জন্মদিনে শীতবস্ত্র বিতরণ!

অরিন্দম চক্রবর্তী: প্রাক্তন বিধায়ক চাচা জ্ঞান সিং সোহন পালের ১০১ তম জন্মদিবস উদযাপন করলেন খড়গপুর শহর কংগ্রেস কমিটি। ১১ই জানুয়ারি ২০২৬ তাং চাচার জন্ম দিবসে ৪০০জনকে শীত বস্ত্র বিতরণ করলেন কমিটির সদস্যরা।

এদিন অতিথিদের মধ্যে ছিলেন পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, শহর কংগ্রেস কমিটির সভাপতি অমল দাস, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, কাউন্সিলর মধূ কামী, অপর্ণা ঘোষ, রিতা শর্মা, পারমিতা ঘোষ, শহর যুব কংগ্রেসের সভাপতি অমিত শর্মা, জেলা কংগ্রেস সভাপতি দেবাশীষ ঘোষ।

এছাড়া ছিলেন উজ্জ্বল মুখার্জি, কমল কিশোর খান্না, অলকেশ মহাপাত্র, জয়দীপ বোস, অনুশ্রী বেহেরা, অনিল দাস, রবিশঙ্কর পান্ডে, ধীরাজ, ছোটন সেন, কোনদিন, শচীন কুমার, মান্নু পাসোয়ান, হেমা চৌবে, বাপি সরকার, রাহুল সিং আরো অনেকে।