সুস্থ পৃথিবী সংস্থার সচেতনতা শিবির!

অরিন্দম চক্রবর্তী: প্লাস্টিক বর্জন, সবুজ পৃথিবীর লক্ষ্যে গাছ লাগানো সহ নানাবিধ সচেতনতামূলক কাজ করে যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় খড়্গপুর শহরের সুস্থ পৃথিবীর সংস্থা। ১২ই জানুয়ারি ২০২৬ তাং কৌশল্যা তে স্বামী বিবেকানন্দের জন্ম দিবস পালন করে প্লাস্টিক বর্জন করার ডাক দিলেন এলাকাবাসীদের। ক্যারি ব্যাগে খাবার আনলে অদূর ভবিষ্যতে কি কি ক্ষতি হতে পারে তার ব্যাখ্যা দিলেন উপস্থিত ক্রেতা ও পথচারীদের। বাজারে আসা মানুষদের হাত থেকে ক্যারি ব্যাগ কেড়ে পরিবেশবান্ধব ব্যাগ ধরলেন সংস্থার সদস্যরা। ১৩ই জানুয়ারি ২০২৬ তাং প্রায় শতাধিক দোকানদার ও এলাকা বাসীদের চারা গাছ ও বীজ বিতরণ করলেন বিনামূল্যে। ফাঁকা জায়গায় গাছ লাগানোর ডাক দিলেন ১৭ই জানুয়ারি ২০২৬ তাং ট্রাফিক হনুমান মন্দির পাশ্চাত্য দোকান ভাই ও এলাকাবাসীদের বিতরণ করলেন আশিটি চারা গাছ ও বীজ। লুচি তরকারি ও মিষ্টি বিতরণ করলেন শ্রোতা দিক মানুষকে। গাছ লাগান পৃথিবী বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এবং প্লাস্টিক বর্জনের ডাক দিয়ে নেতাজির জন্মজয়ন্তী ২৩ শে জানুয়ারি ২০২৬ তাং মালঞ্চ অতুলমুন স্কুলের পাশে সভা করবেন সুস্থ পৃথিবী সংস্থার সদস্যরা।