খড়্গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট বালাজি মন্দিরে বৈকুণ্ঠ একাদশী পালন!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর শহরের ওল্ড সেটেলমেন্ট শ্রী বৈকুন্ঠ বালাজি মন্দিরে ৩০ শে ডিসেম্বর মঙ্গলবার পালিত হবে বৈকুন্ঠ একাদশীর বিশেষ পুজোপাঠ। রবিবার ২৮শে ডিসেম্বর এক প্রেসমিড অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন-রাত ১:৩০ মিনিটে মন্দিরের দরজা খুলে শুরু হবে সুপ্রভাত সেবা, শ্রী ভরি অভিষেক, তমাল সেবা এবং নগর সংকীর্তন।

সকাল সাড়ে ৬ টা থেকে হবে অখণ্ড গোবিন্দ নামাবলী, বিষ্ণুর সহস্র নাম জপ, ১১ টি উপকরণ দিয়ে মহা নৈবেদ্য অর্পণ করা হবে। সন্ধে ছটায় হবে বিশেষ দীপ প্রজ্বলন এতে ১০ হাজার স্বামী স্ত্রী যুগল টিকিট কেটে দীপ আরাধনায় ব্রতী হবে। এরপর হবে আনজালা সেবা ও পঞ্চ আরতি দিয়ে সেদিনের পুজো শেষ হবে। পরদিন অর্থাৎ দ্বাদশীতে হবে সুপ্রভাত সেবা, তমাল সেবা সহস্র নাম জপ এবং একান্ত সেবা দিয়ে সমগ্র বৈকুণ্ঠ একাদশীর অনুষ্ঠান শেষ হবে। এদিনের প্রেসমিড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান দীপচাঁদ সাহা, সভাপতি দামোদর রাও সম্পাদক আর কিশোর উপদেষ্টা মন্ডলীর ডি ভেনু গোপাল রাও ক্যাশিয়ার বি সিলেবাস রেডি, সহ-সম্পাদক এম নন্দকুমার সহ আরো অনেকে।