চার দিনের মাথায় দল থেকে বহিষ্কার করা হলো খড়্গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে কে!
সেখ ওয়ারেশ আলী,পশ্চিম মেদিনীপুর: খড়গপুরের প্রবীণ বাম নেতা অনিল দাস ওরফে ভীম দাকে প্রকাশে রাস্তায় ফেলে পিটিয়ে মারার শিরোনামে উঠে এসেছিলেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের তৃণমূল নেত্রী বেবি কোলে শর্মা। অবশেষে চার দিনের মাথায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হলো। এ দিন মেদিনীপুরে প্রস্তুতি সবাই যোগ দিতে এসেছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী কে টানা প্রশ্ন করার পর কার্যত সভাস্থল ছেড়ে চলে যান তিনি।তার ১৫ মিনিটের মধ্যেই সাংবাদিক বৈঠক করে বহিষ্কারের কথা জানালেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। বেবি কোলে কে দল থেকে বহিষ্কার করার ঘোষণা দলের হাই কমান্ডের।দল কোনও রকম অসামাজিক কার্যকলাপ বা অশালীন কার্যকলাপ দল মেনে নেবে না। এ ক্ষেত্রে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ়িরো টলারেন্স অবস্থানে বিশ্বাসী। তাই বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।