খড়গপুরের নিমপুরায় রড বোঝাই ট্রাক ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ে গেল! চালকের মৃত্যু,খালাসির অবস্থা আশঙ্কাজনক!

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর: সোমবার মধ্যরাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের ৬ নম্বর জাতীয় সড়কের নিমপুরা এলাকায় এই ঘটনা ঘটে। জাতীয় মহাসড়কে রড বোঝাই একটি ট্রাক ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনে পড়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাক চালকের মৃত্যু হয়। সহকারী গুরুতর আহত হন। জানা গেছে, রড বোঝাই একটি ট্রাক নদীয়ার দিক থেকে জাতীয় মহাসড়কে ঝাড়গ্রামের দিকে যাচ্ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খড়গপুরের নিমপুরা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের রেলিং ভেঙে রেললাইনের উপর পড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। রক্তাক্ত অবস্থায় হেলপারকে বের করে প্রথমে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হলে তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেই তার চিকিৎসা চলছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে বলা হচ্ছে যে ভারী বৃষ্টিপাতের কারণে দৃশ্যমানতা কম থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, নিমপুরা এলাকায় ফ্লাইওভারের রেলিং ভেঙে রেলওয়ে রিসেপশন ইয়ার্ডে পড়ে যায় পণ্যবাহী ট্রাকটি। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় খালাসিকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রেলওয়ে কর্মকর্তারা পুরো বিষয়টির তদন্ত শুরু করেছেন।