খবরের জেরে তৎপর হল শালবনী ব্লক প্রশাসন!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : পশ্চিম মেদিনীপুরে শালবনী ব্লক প্রশাসনের তৎপরতায় দীর্ঘ একমাস পর হার্ভেস্টার মেশিনের সাহায্যে নিজের জমির ধান কেটে বাড়িতে তুললেন শালবনী ব্লকের ৩নং শালবনী অঞ্চলের সিদাডিহি গ্রামের বাসিন্দা পেশায় চাষী তৃণমূল কর্মী চিরঞ্জীব খান। খুশির হাঁসি হাঁসলো গোটা পরিবার।অভিযোগ উঠেছিল স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি অসিত ঘোষের হুমকিতে দীর্ঘ্য এক দেড়মাস ধরে নিজের জমির ধান কাটতে পারছিলেন না চিরঞ্জীব বাবু। সেই খবর শনিবার সম্প্রচার হয় নিউস চ্যানেল তারপরই ব্লক প্রশাসনের তৎপরতায় হার্ভেষ্টার মেশিনের সাহায্যে ধান কেটে বাড়িতে তুললেন চিরঞ্জীব খান ও তাঁর পরিবার। ধন্যবাদ জানাই সংবাদ মাধ্যমকে তাদের জমিতে ধান পড়ে থাকা তুলে ধরেছে, যার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে উপর মহল অব্দি নড়ে চড়ে বসে। অবশেষ ব্লক প্রশাসনের তৎপরতায় হার্ভেষ্টার মেশিনের সাহায্যে ধান কেটে বাড়িতে তুললেন নিয়ে গেলেন চিরঞ্জীব খান ও তাঁর পরিবার।