খড়্গপুর ডেকোরেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর ডেকোরেটর ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ২০ তম বার্ষিক সাধারণ সভা ২রা ও ৪ঠা জানুয়ারি ২০২৬ তাং অনুষ্ঠিত হচ্ছে ১৮ নম্বর ওয়ার্ডের অন্ধ্র স্কুলে। উদ্বোধন উপলক্ষে শুক্রবার ২রা জানুয়ারি সাতটি জোনের প্রায় পাঁচ শতাধিক সদস্য একটি র‍্যালি করে মালঞ্চ ধোবি ঘাট থেকে।

এরপর কার ও বাইক সজ্জিত র‍্যালিটি খরিদা, ইন্দা, পুরাতন বাজার, কৌশল্যা, তালবাগিচা, আরামবাটি, নিমপুরা, কলাইকুন্ডা হয়ে আবার ধোবি ঘাটে আছে দুপুর দুটোয়। ৩রা জানুয়ারি ঠিক হবে কমিটির সদস্যদের নাম। কমিটি গঠনে চার নম্বর জোন বিশেষ ভূমিকা পালন করবে বলে জানা গেল। ৪ঠা জানুয়ারি ২০২৬ তাং সমাবেশের মাধ্যমে তা জানানো হবে বলে জানান এসোসিয়েশনের অডিটর সমীর গাঙ্গুলী। সমাবেশে রাজ্য ও জেলার বিভিন্ন প্রতিনিধি এবং মহকুমা শাসক, পৌরসভার চেয়ারপারসন সহ বহু অতিথিবৃন্দ আসবেন বলে জানান কেন্দ্রীয় কমিটির সম্পাদক বাপি গোপ এবং এসোসিয়েশনের সভাপতি বিএম শ্রীবাস রাও।