খড়গপুর মালঞ্চে রবীন্দ্র নজরুল সন্ধ্যা!

অরিন্দম চক্রবর্তী : খড়গপুর মালঞ্চে বালাজি মন্দির পল্লী উন্নয়ন সমিতির পরিবেশনায় ২২ শে জুন ২০২৫ তাং ক্লাব সভাগৃহে রবীন্দ্র নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হলো। স্থানীয় শিল্পীরা সংগীত, নৃত্য, আবৃত্তি ও নৃত্যনাট্য করে উপস্থিত শ্রোতাদের মন জয় করেন। অনুষ্ঠানে দুই কোভিদ প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট সমাজসেবী তথা ক্লাবের চিফ পেট্রোন দীপক কুমার দাশগুপ্ত।

তিনি বলেন-শিশু থেকে বৃদ্ধ এই দুই কবির কবিতা, গান সবাইকে সমৃদ্ধ করেছে। দুটো ধারায় এই দুইজন কবি মানুষদের হৃদয়ে সব সময় রয়েছেন। এছাড়া প্রতিকৃতিতে মাল্য দান করেন কার্যকরী সভাপতি সুজিত ঘোষাল। সংক্ষিপ্ত বক্তব্যে ক্লাব সম্পাদক সমীর গাঙ্গুলী বলেন-পাড়ার শিল্পীদের এই প্রতিভা সবাইকে মুগ্ধ করবে এই আশা রাখি। শিল্পীদের কিবোর্ডে সহায়তা করেন সম্রাট সরকার ও তবলায় সহযোগিতা করেন অতুল পাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোমা মুখার্জী।