খড়গপুর তালবাগিচা সংঘর্ষি ক্লাবের পরিচালনায় দিবা রাত্রি নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪!
নিজস্ব প্রতিবেদন : রবিবার অর্থাৎ ২৫শে অগাস্ট খড়গপুর তালবাগিচা সংঘর্ষি ক্লাবের পরিচালনায় ও স্বর্গীয় রমেশ চন্দ্র পাল ও স্বর্গীয়া জ্যোর্তিময়ী পাল-এর স্মরনে দিবা রাত্রি নকআউট ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হলো। পশ্চিম মেদিনীপুরের অন্যতম ফুটবল প্রতিযোগিতা। খড়গপুর তালবাগিচা হাসপাতাল স্কুল মাঠে খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন। এই ফুটবল প্রতিযোগিতা এবার ২৫ বছরে পা দিয়েছে। দুপুর ১২টার দিকে শুরু হয় ১৬টি টিমে দিবা রাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা। খেলাটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া,বিধায়ক দীনেন রায়,বিধায়ক শ্রীকান্ত মাহাতো, নেপাল সিংহ,প্রদীপ সরকার,সন্দীপ সিংহ,জহরলাল পাল,বিক্রম প্রধান,প্রদ্যুৎ ঘোষ,অজয় বাকলি, অসিত পাল,আবির আগরওয়াল ও তালবাগিচা সংঘর্ষি ক্লাবের সদস্যবৃন্দ প্রমুখ। খড়গপুর ডন ইলেভেন ক্লাব ও আর কেসি বালিয়া ফাইনালে যায়।ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার পেয়েছেন খড়গপুর ডন ইলেভেন , রানার হয় আর কেসি বালিয়া ক্লাব। এই প্রতিযোগিতাতে মধ্যে দিয়ে একটি জটিল রোগে আক্রান্ত অসহায় ছোট্ট শিশু সাহারানের চিকিৎসার জন্য ৭১৬৪০ পরিবারের হাতে তুলে দিলেন তালবাগিচা সংঘর্ষি ক্লাবের সদস্যবৃন্দরা।