রোহিতের পর টেস্ট ক্রিকেট কে বিদায় কিং কোহলির!

নিজস্ব সংবাদাতা: বড় খেলোয়াড়রা জানেন কখন তাঁদের থামতে হয়। তাঁরা থামেন যাত্রাপথের শেষের খানিকটা আগেই। এর আগে আমরা বড় বড় খেলোয়াড়দের দেখেছি লাগাম টানতে। এবার কিং কোহলি। এক যুগ ধরে শাসন করেছে তাঁর ব্যাট। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। এই বার ১২ মে, নিজের টেস্ট জীবনে ইতি টানলেন বিরাট কোহলি।
রোহিত শর্মার পর তিনিও সরে গেলেন লাল বলের ক্রিকেট থেকে। দেশের হয়ে ১২৩টি টেস্ট খেলে কোহলি করেছেন ৯২৩০ রান। গড় ৪৬.৮৫। ৩০টি শতরান এবং ৩১টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৯ সালে পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন অপরাজিত ২৫৪ রানের ইনিংস, যা টেস্ট ক্রিকেটে কোহলির সর্বোচ্চ রানের ইনিংস। থাকল শুধু এক দিনের আন্তর্জাতিক।