কিষাণ মান্ডিতে কাটা মেশিন থাকা সত্বেও কৃষকদের ধানের ওজন করাতে যেতে হচ্ছে অন্যত্র।

কিষাণ মান্ডিতে কাটা মেশিন থাকা সত্বেও কৃষকদের ধানের ওজন করাতে যেতে হচ্ছে অন্যত্র। এই ছবি প্রতিবছরের, বাঁকুড়া জয়পুর ব্লকের কৃষকদের কৃষাণ মান্ডিতে ধান দেওয়া শুরু হলেই কাটা মেশিন হয়ে যায় খারাপ। তারপরে আবার সাড়াই করে চলে মিলার দের ধানের ওজন। একই গ্রামে দুই সংক্রান্তি কেন প্রশ্ন তুললেন চাষিরা? প্রতিবছর এই কৃষকরা জয়পুর কৃষাণ মান্ডিতে ধান দিতে এলে দেখেন ওজন করা মেশিন খারাপ হয়ে পড়ে রয়েছে। খারাপের কারণ তারা জানেন না প্রতিবছর হাজার হাজার কৃষক ট্যাকের করি খরচা করে বেসরকারি জায়গার থেকে ওজন করে নিয়ে এসে বিক্রয় করতে হয় ধান। তারপরেই বিক্রয় হয় মান্ডিতে। মেশিন কেন খারাপ হয়ে পড়ে রয়েছে মেশিন বাগানোর উদ্যোগ কেন নেয়নি প্রশাসন আঙুল তুলছেন কৃষকদের একাংশ, কিষাণ মান্ডির দায়িত্বে থাকা আধিকারিকরা কেন সারাইএর উদ্যোগে নেয়নি, কেনো কৃষক দের বাইরের থেকে টাকা খরচা করে ওজন করাতে হবে। কেনো মিলার দের ওজন করানোর সময় কাটা মেশিন ঠিক হয়ে যাবে কৃষকদের ধান দেয়া শেষ হলে। চাষীদের অনুরোধ প্রশাসনের প্রতি দ্রুত এই কাটা মেশিন সাড়াই করে কৃষকদের যাতে পকেট থেকে টাকা খরচ না করে অন্যত্র ওজন করাতে না হয় সেই দিকে নজর দেক প্রশাসন।