দারুন ফর্মে অজিঙ্ক রাহানে,কেকেআর অধিনায়ক অভিজ্ঞ রাহানে?

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: গত বার আইপিএল চ্যাম্পিয়ন দল কেকেআর ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়স আয়ারকে। অন্যদিকে কেকেআরে যে ক্রিকেটারেরা রয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। এ বার চলতি মরসুমে রাহানে রয়েছেন দারুন ফর্মে। সাদা বলের সৈয়দ মুস্তাক আলি থেকে লাল বলের রঞ্জি ঘরোয়া ক্রিকেটে দাপটে রান করছেন। কলকাতার ইডেন গার্ডেন্সে শতরান করে রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠেছে মুম্বই। মুম্বই দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে। রাহানেই কি কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক? প্রশ্নের জবাবে রাহানে বলেন, “এখনও এই বিষয়ে কোনও কথা হয়নি। কেউ কিছু জানে না। যদি সে রকম কিছু হয় তা হলে আপনারা আমার আগে খবর পেয়ে যাবেন। তখন আপনারাই আমাকে শুভেচ্ছা জানাবেন।” তিনি আরও বলেন, “আমি সব ধরনের পরিস্থিতিত দেখেছি। আগে অধিনায়কত্বও করেছি। জানি, কোন পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। তাই আমাকে দায়িত্ব দেওয়া হলে আমি তৈরি।” আপাতত বর্তমানে রঞ্জি নিয়েই ভাবছেন রাহানে। মুম্বইকে আরও এক বার রঞ্জি জেতাতে চান অধিনায়ক অজিঙ্ক রাহানে।