কলকাতায় অমিত শাহের মেগা সমাবেশে আমন্ত্রণ পাননি কেন্দ্রীয় কমিটির সদস্য বিজেপি নেতা অনুপম হাজরা!

নিজস্ব প্রতিবেদন : কলকাতায় অমিত শাহের মেগা সমাবেশে আমন্ত্রণ পাননি কেন্দ্রীয় কমিটির সদস্য বিজেপি নেতা অনুপম হাজরা। কয়েকদিন ধরে তিনি সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে ক্ষোভ জানিয়ে আসছিলেন। সমাবেশের দিন গরহাজারিই থাকলেন দলের সর্বভারতীয় সম্পাদক। এ নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, অনুপম বলেন, ‘সভায় আমন্ত্রণই তো পাইনি। তাই যায়নি। এই তো বাড়িতে বসে টিভিতেই অমিত শাহজির বক্তব্য শুনছি। নিমন্ত্রণ বাড়িতে ডাক না পেলে তো গিয়ে খেতে বসা যায় না।’তাঁকে আমন্ত্রণ না করা নিয়ে এদিন তিনি রাজ্য নেতৃত্বের প্রতিই ক্ষোভ প্রকাশ করেন। তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা একটা প্রটোকল। এই রাজ্য থেকে আমি একমাত্র সর্বভারতীয় সম্পাদক।’ তবে এই প্রথম নয় অনেক আগে থেকেই তাঁর সঙ্গে এমনটা হচ্ছে বলে অভিযোগ অনুপম।  তিনি বলেন, ‘এই প্রথম নয়, ২০২০ সাল থেকেই কোনও বড় সমাবেশ বা বিজেপির কোনও সর্বভারতীয় নেতা রাজ্যে এলে কখনই ডাক পাই না। আগে বছর আড়াই ব্যাপারটা অন্য রকম ছিল। অসুস্থতার কারণে শয্যাশায়ী ছিলাম। তাই তখন হয়তো ডাকলেও যেতে পারতাম না। কিন্তু, এখন তো বিষয়টা অন্য। গত মাস ছয়েক ধরে তো আমি মাঠে ময়দানে নেমে কাজ করছি। তাতেও আমন্ত্রণ পাইনি।’