কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদন :কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। এখনও পর্যন্ত তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৩৫৪ কোটি টাকা। এখনও চলছে কাউন্টিং। কংগ্রেসের এই ধনকুবের সাংসদ কত টাকার মালিক? ২০১৮ সালের তাঁর নির্বাচনী হলফনামায় উল্লেখ করা সম্পত্তির পরিমাণ কত? গ্যারেজে দামি গাড়ি আর, আলমারিতে রয়েছে সোনা, হীরের ছড়াছড়ি।২০১৮ সালে ঝাড়খণ্ড থেকে কংগ্রেসের রাজ্যসভা সাংসদ নির্বাচিত হন ধীরজ সাহু। সে সময় নির্বাচন কমিশনে জমা করা তাঁর হলফনামায় জানিয়েছিলেন, মোট সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি। এর মধ্যে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২০ কোটি ৪০ লাখ এবং স্থাবর সম্পত্তি রয়েছে ১৪ কোটি ৪৩ লাখ। রয়েছে কৃষি জমি। সম্পত্তির বিবরণে রয়েছে দামি গাড়ির উল্লেখ। এ ছাড়াও বার্ষিক আয় হিসেবে তাঁর রোজগার দেখানো হয়েছিল ১ কোটি টাকা। তাঁর স্ত্রীর কাছে ৩.১ কেজি সোনা রয়েছে, যার মূল্য ৯৪ লাখ ৫০ হাজার। রয়েছে ২৬ লাখ ২ হাজার টাকার হীরের গয়নাও। এ কথাও নির্বাচনী হলফনামায় উল্লেখ করেছেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু।এখানেই শেষ নয়, ২০১৮ সালের নির্বাচনী হলফনামায় কংগ্রেসের রাজ্যসভা সাংসদ জানিয়েছেন, তাঁর রয়েছে রেঞ্জ রোভার, BMW, ফরচুনার এবং পাজেরোর মতো বিলাসবহুল গাড়িও। ধীরজ সাহু তাঁর পারিবারিক সংস্থা বলদেব শিব প্রসাদ সাহুতে আড়াই কোটি টাকা এবং বলদেব সাহু অ্যান্ড সন্সে দুই কোটি টাকা বিনিয়োগ করেছেন।