বিশ্ববাংলা গেটের কাছে শবে বরাতে রাতে বাইক স্টান্ট!
নিজস্ব সংবাদদাতা : হিজরি শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। আর শবে-বরাতের রাতে সেই রাস্তাতেই ভয়াবহ বাইক স্টান্ট। রাজারহাট নিউটাউন এলাকা থেকে এয়ারপোর্ট যাওয়ার মূল রাস্তা। বিশ্ববাংলা গেটের কাছে কলকাতার প্রাণকেন্দ্রে ভয়াবহ বাইক স্টান্ট। এটা কলকাতার অন্যতম হাই প্রোফাইল এলাকা। গোটাটাই হচ্ছে একেবারে মূল রাস্তার উপর। তবে এই ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি বিপ্লবী সংবাদ দর্পণ ডিজিটাল মিডিয়ায় টীম। কিন্তু এই ধরনের স্টান্টের বিরুদ্ধে কি পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে? ভিডিয়োতে দেখা গিয়েছে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। মোবাইলে ভিডিয়ো করছেন। এমন সময় একটি বাইক স্টান্ট শুরু হয়। যে কোনও সময় ভয়াবহ দুর্ঘটনা হতে পারত। গোটাটাই হচ্ছে একেবারে মূল রাস্তার উপর।
0:00
/0:07
বিশ্ববাংলা গেটের কাছে শবে বরাতে রাতে বাইক স্টান্ট