কলকাতার ব্রিগেডে ‘পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠ!
নিজস্ব সংবাদদাতা : ৭ই ডিসেম্বর রবিবার ব্রিগেডের ময়দানে ‘৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ’-এর মহাআয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ।এই মহাসমাবেশের সঙ্গে বাগেশ্বর ধাম সরকারের আচার্য ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী তুলনা টানলেন মহা কুম্ভের।তাঁর কথায়, আজ কলকাতার পবিত্র ভূমিতে ৫ লক্ষ মানুষ একসঙ্গে গীতা পাঠ করলেন। যে উচ্ছ্বাস যে ভক্তির জোয়ার চোখে পড়ল, তাতে মনে হচ্ছিল যেন কলকাতায় মহা কুম্ভ বসেছে।
গীতা পাঠে এমন বিপুল সমাগম দেখে বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে শাস্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ কলকাতার মানুষকে আমাদের অন্তরের ধন্যবাদ। সনাতনী ঐক্য এ দেশের ও বিশ্বশান্তির সর্বোচ্চ পথ। ভারতে চাই সনাতনী, চাই না টানাটানি। ভারতে চাই ভাগবত এ হিন্দ, চাই না গজবা এ হিন্দ।রবিবার সকালে উপচে পড়া ভিড় চোখে পড়েছে ব্রিগেডে। সনাতনী সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই মহাসমারোহে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ওড়িশা, বিহার, ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ এমনকি বাংলাদেশ, নেপাল থেকেও বহু মানুষ এসেছিলেন। সকাল ন’টা থেকে শুরু হয়েছিল অনুষ্ঠান। চলেছে দুপুর ২টোর পর পর্যন্ত। স্বামী নির্গুণানন্দ, ব্রিগেডের গীতাপাঠ উদ্যোক্তা বলেন, এর মধ্যে কোনও রাজনীতির ব্যাপার নেই। সব দলের বিধায়ক, সাংসদদের আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।