এবার কলকাতার বুকে সুরের জাদু চড়ালেন দিলজিৎ!

নিজস্ব সংবাদদাতা :শনিবার অর্থাৎ ৩০ নভেম্বর কলকাতায় পঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের সেই বহুপ্রতিক্ষীত কনসার্ট।দেশের বিভিন্ন জায়গায় পারফর্মের পর এবার তিলোত্তমা দেখবে দিলজিতের লাইভ কনসার্ট। মহানগরীতে পা রেখেই বাংলার সংস্কৃতিকে যেন অন্তরের আবেগ দিয়ে ভালোবেসে ফেললেন দিলজিৎ। কলকাতা জার্নির প্রথম দিন থেকেই পঞ্জাবি গায়কের পোস্টে রয়েছে কলকাতাকে ভালবাসার সেই অনুভূতি। হলুদ ট্যাক্সিতে চড়া, হাওড়া ব্রিজের উপর দাড়িয়ে গঙ্গা প্রনাম থেকে গঙ্গার ঘাটে সিঁড়িতে বসে সূর্যাস্ত দেখা, শহরের ফুলের মার্কেট ঘোরা, সেখানে সকলের সঙ্গে মিশে গিয়ে কলকাতাবাসীর দিল জিতে নিলেন দিলজিত। কখনও হাওড়া ব্রিজ, কখনও আবার গঙ্গার ঘাটে সময় কাটিয়েছেন। ঘুরে দেখেছেন উত্তর কলকাতার ফুলের বাজার। দিলজিতকে স্বাগত জানিয়েছেন কলকাতাবাসীও। সমাজ মাধ্যমে কলকাতা পরিদর্শনের মুহূর্ত তুলে ধরে একটি ভিডিও ভাগ করেন গায়ক। সেই ভিডিওতে জোড়েন গায়িকা মৌসুমী ভৌমিকের গান আমি শুনেছি সে দিন'।

দক্ষিণেশ্বর কালী মন্দিরে
মল্লিকঘাটের ফুল বাজার
কলেজ স্ট্রিটে
বৃষ্টিভেজা কলেজ স্ট্রিটে কফিহাউস | মেন্যুকার্ড খুঁটিয়ে দেখে কফি অর্ডার করলেন