গ্রামের ছাত্রছাত্রীদের মেডিক্যাল সায়েন্স সম্পর্কে ধারণা গড়ে তুলতে প্রত্যন্ত গ্রামে ‘চিকিৎসা জাদুঘর’!
পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের জয়নগর গ্রামে এই মিউজ়িয়াম গড়েছেন কলকাতার বিশিষ্ট গায়নেকোলজিস্ট ড. বিমানচন্দ্র ঘোষ।গ্রামের ছাত্রছাত্রীদের মেডিক্যাল সায়েন্স সম্পর্কে ধারণা গড়ে তুলতে প্রত্যন্ত গ্রামে ‘চিকিৎসা জাদুঘর’।সেখানে গেলে দেখতে পাওয়া যাবে ডাক্তারিতে ব্যবহৃত নানা সরঞ্জাম, শরীরের নানা অঙ্গের মডেল, নরকঙ্কাল ইত্যাদি। আল্ট্রা সোনোগ্রাফি বা কোলোনোস্কপিতে কী করা হয়, কী কী তথ্য জানা যেতে পারে এই টেস্টগুলি করলে, গলব্লাডার স্টোন আসলে কী, তার টেস্ট কী করে করা হয়, অপারেশনই বা হয় কী করে - এ সব কিছুই জানা যাবে এই সংগ্রহশালায় এলে।তাই নানা মেডিক্যাল কনডিশন নিয়ে তাঁদের প্রাথমিক ধারণাটুকু থাকলে, উপকৃত হবেন গ্রামের মানুষেরাই। জটিল রোগের ক্ষেত্রেও তাঁরা অন্তত রোগীর পরিজনদের ঠিকভাবে গাইড করতে পারবেন। এর পরে কোন পথে চিকিৎসা চালাতে হবে, কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যেতে হবে - সে সব পরামর্শও তাঁদের কাছ থেকে পেয়ে যাবেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। ‘চিকিৎসা সংগ্রহশালা’ তাঁদের এই ধারণা তৈরি করে দিতে পারে বলে মনে করছেন চিকিৎসক বিমানচন্দ্র ঘোষ।