আগামী ২২ জানুয়ারিতে শুরু হতে চলেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা!
নিজস্ব সংবাদদাতা : আগামী ২২ জানুয়ারি, বিকেল ৪টেয় উদ্বোধন হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ১২ই জানুয়ারী সোমবার সাংবাদিক সম্মেলন হয়েছে, সেখানেই জানানো হয়েছে ২০২৬ সালে বইমেলা নিয়ে নানা বিষয়। চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সল্টলেকের করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্ক মেলার মাঠে বইমেলা অনুষ্ঠিত হবে। বইপ্রেমীদের জন্য সুখবর শোনাল মেট্রো কর্তৃপক্ষ। বইমেলাতে যাতায়াতকে আরও সহজ করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো)। প্রত্যেক বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রীর হাত ধরে বইমেলার উদ্বোধন হবে। এবছরের ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা।
এবার সল্টলেক সেন্ট্রাল পার্কে বইমেলার ১ ও ২ নম্বর গেটেই মিলবে মেট্রোর টিকিট। মেলার গেটে বসানো হবে বিশেষ মেট্রো টিকিট বুথ, যেখানে ইউপিআই-এর মাধ্যমে সরাসরি টিকিট কাটা যাবে।২০টিরও বেশি দেশ যোগ দিচ্ছে বইমেলায়। ২৫-২৬ জানুয়ারি লিটারেচার ফেস্টিভ্যাল চলবে। ৯টি তোরণের মধ্যে দুটি হচ্ছে আর্জেন্টিনার স্থাপত্যর আদলে। সম্প্রতি প্রয়াত প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামেও থাকছে দুটি তোরণ। সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি তোরণ থাকছে তাঁর নামাঙ্কিত।আন্তর্জাতিক কলকাতা বইমেলায় অ্যাপের মাধ্যমে গুগল লোকেশন মারফত মেলার মধ্যে যে কোনও স্টল খুঁজে পাওয়ার সুবিধা থাকবে।