নন্দন চত্বরে শুরু হল শারদ বই পার্বণ মেলা ২০২৪!

নিজস্ব সংবাদদাতা : নন্দন চত্বরে শারদ বই পার্বণের সূচনা হল আজ শুক্রবার থেকে। রবীন্দ্রসদন, নন্দন, বাংলা অ্যাকাডেমি চত্বরজুড়ে এই পার্বণ শুরু হয়েছে। ছোট বড় মিলিয়ে ৬০টি স্টল রয়েছে। মেলার সূচনার উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়, পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় সহ অনেকে। সুধাংশুবাবু বলেন, এই দুঃসময়ে বই-ই দিতে পারে আলোর ঠিকানা। সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল করে শুধু বই বিক্রি হবে। প্রতিদিন দুপুর দু’টো থেকে রাত আটটা পর্যন্ত চলবে পার্বণ।সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, “মনের অস্থিরতা দূর করতে ব‌ইয়ের কোন‌ও বিকল্প নেই। পাশাপাশি, সৃজনশীলতার বিকাশের জন্য ব‌ই পড়ার অভ্যাস প্রত্যেক বাঙালির থাকা প্রয়োজন। প্রবেশ অবাধ। বইমেলার মতো এদিনও নতুন বই প্রকাশিত হয়। পত্রলেখার স্টলে সৈকত নিয়োগীর লেখা ‘হিটলার আর্জেন্টিনায়’ বইটির উদ্বোধন করেন সাহিত্যিক হিমাদ্রিকিশোর দাশগুপ্ত। বই প্রতি ছাড় দেওয়া হবে ২০ থেকে ৮০ শতাংশ।