আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষন ও খুনের প্রতিবাদে নেপুরা গ্রামবাসীবৃন্দ পক্ষ থেকে বিক্ষোভ মিছিল!
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আর জি কর হাসপাতালের চিকিৎসক ধর্ষন ও খুনের প্রতিবাদে এবং ঘটনায় যুক্ত দোষীদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে গোটা দেশ উত্তাল। প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে বাংলার গ্রাম থেকে গ্রামান্তরে। বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ আন্দোলন ।বর্তমানে আরজিকর মামলা শীর্ষ আদালতের বিচারাধীন। তদন্ত চালাচ্ছে সিবিআই। রাজ্য সরকার এবং পুলিশের বহু ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। চিকিৎসক পড়ুয়াদের পাশাপাশি অন্যান্য ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদে সোচ্চার হয়েছে আর জি করের ঘটনার প্রতিবাদে। এবার প্রতিবাদে সোচ্চার হলো গ্রামবাসীরাও। রবিবার সন্ধ্যায় মেদিনীপুর সদর ব্লকের নেপুরা গ্রামবাসীদের পক্ষ থেকে গ্রামে প্রতিবাদ মিছিল করা হয়, যে মিছিলে অংশ নেয় গ্রামের মহিলারা। প্রতিবাদ মিছিলের সঙ্গে প্রজ্বলন করা হয় মোমবাতিও। স্লোগান তোলা হয় *we want justice মহিলা চিকিৎসক এর খুন এবং ধর্ষণের প্রতিবাদে দোষীদের শাস্তি চাই ও মুখ্যমন্ত্রীর পদত্যায় এই শ্লোগানকে সামনে রেখে নেপুরা গ্রামবাসীবৃন্দ পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়।
এদিকে রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় এই কাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করলো গ্রামবাসীরা।
কলকাতার আরজিকর কাণ্ডে জড়িত দোষীদের শাস্তির দাবিতে সারা দেশজুড়ে প্রতিবাদে অনর বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবক মূলক সংগঠনগুলি, যদিও গোটা ঘটনার তদন্তের ভার দেওয়া হয়েছে কেন্দ্রীয় সংস্থা CBI কে, এখনো পর্যন্ত এই কাণ্ডে মূল অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি বলে অভিযোগ রাজ্যবাসীর, স্কুল,কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে ছাত্রছাত্রীরা এই কাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদে অনর। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন নবকোলা এলাকায় এই কাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করলো গ্রামবাসীরা, এই দিন সন্ধ্যায় নবকোলা শীতলা মন্দির প্রাঙ্গণ থেকে গোটা গ্রাম পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল, এই দিন এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন শতাধিক গ্রামবাসী, পাশাপাশি এই প্রতিবাদে মিছিলে ক্ষুদে পড়ুয়াদের এই প্রতিবাদে মিছিলে হাঁটতে দেখা গিয়েছে, প্রসঙ্গত গত নয় আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করার ঘটনা ঘটে।