কলকাতায় টাটা স্টিল দাবা ব়্যাপি় টুর্নামেন্টে দ্বিতীয় খেতাব জিতলেন ম্যাগনাস ম্যাজিক কার্লসেন!

নিজস্ব সংবাদদাতা : কলকাতায় টাটা স্টিল দাবা ব়্যাপি় টুর্নামেন্টে প্রতিপক্ষদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন কার্লসেন। পাঁচ বছর পর কলকাতায় এসে দু’টি ট্রফিই জিতলেন ম্যাগনাস কার্লসেন। দু’দিন আগে র‌্যাপিড বিভাগে ট্রফি জিতেছিলেন। এ বার ব্লিৎজ বিভাগেও ট্রফি জিতলেন ম্যাগনাস কার্লসেন। টাটা স্টিল চেস ইন্ডিয়া প্রতিযোগিতায় সবার আগে শেষ করলেন নরওয়ের দাবাড়ু।মহিলাদের বিভাগে ক্যাটেরিনা লাগনো আগাগোড়া দাপট দেখিয়ে ট্রফি জিতেছেন। তিনি ১১.৫ পয়েন্ট পেয়েছেন। দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ভ্যালেন্টিনা গুনিনা এবং আলেকসান্দ্রা গোরিয়াচকিনা।

টাটা স্টিল চেস ইন্ডিয়া২০২৪
অর্জুন রায় ২য় অবস্থান

তিন বছর আট মাস বয়সে দাবায় বিশ্বরেকর্ড। অনন্য সাধারণ নজির কলকাতার অনীশ সরকার। খুদে দাবাড়ু ইতিমধ্যেই ফিডে রেটিংয়ে নথিভুক্ত হয়েছে। এর আগে বিশ্বদাবায় এত ছোট বয়সে ফিডে রেটিংয়ে নথিভুক্ত হওয়ার নজির নেই। সেদিক থেকে বাঙালি ছেলেটিকে বিস্ময় প্রতিভা বলা হচ্ছে।নিউটাউনের বাসিন্দা শিক্ষক দম্পতির ছেলে অনীশ মাত্র ছয় মাস আগে দাবা খেলা শুরু করেছিল। বর্তমানে দিব্যেন্দু বড়ুয়ার চেস অ্যাকাডেমির সদস্য খুদে অনীশ। ছোট্ট ছাত্র সম্বন্ধে উচ্ছ্বসিত গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু ৷ বলছেন, "অসাধারণ কৃতিত্ব নিসন্দেহে ৷ এর আগে মিত্রাভ গুহর মধ্যে এই প্রতিভা দেখেছিলাম। মিত্রাভ এসেছিল চার সাড়ে বছর বয়সে। আমাদের অ্যাকাডেমিতে সাধারণত পাঁচ বছরের আগে ভর্তি নেওয়া হয় না। কিন্তু ওর বাবা, মা ছয় মাস আগে অ্যাকাডেমিতে নিয়ে এসে অনুরোধ করেছিল। আমরা কয়েকটা পরীক্ষা করেছিলাম। দেখলাম পেরে গেল। তারপর থেকেই চলছে।

 প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে হাজির ছিলেন গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ, দিব্যেন্দু বড়ুয়া প্রমুখ।