দক্ষিণ পূর্ব রেলওয়ে জোনাল কমিটি মিটিং সংসদের নিয়ে পরিকল্পনা ও পরামর্শ!
নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার ৯ ই জানুয়ারী কলকাতায় দক্ষিণ-পূর্ব রেলওয়ে হেডকোয়ার্টারে লোকসভার সংসদ সদস্যদের খড়গপুর এবং আদ্রা বিভাগীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কলকাতায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক শ্রী অনিল কুমার মিশ্রের সাথে একটি বৈঠক করেন। মোট ৯ জন মাননীয় সংসদ সদস্য সভায় উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিটির সভাটি মাননীয় সংসদ সদস্য শ্রী শত্রুঘ্ন প্রসাদ সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সাংসদ শ্রীমতি জুন মালিয়া, শ্রী শত্রুঘ্ন প্রসাদ সিনহা, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শ্রী কালিপদ সরেন, শ্রী অভিমন্যু শেঠি, শ্রী চন্দ্র প্রকাশ চৌধুরী, শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো, শ্রী অরূপ চক্রবর্তী, শ্রী দুলু মাহাতো প্রমুখ । দক্ষিণ-পূর্ব রেলওয়ের মহাব্যবস্থাপক শ্রী অনিল কুমার মিশ্র মাননীয় সংসদ সদস্যদের স্বাগত জানান এবং তাদের ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। মহাব্যবস্থাপক চলতি অর্থবছরে মালবাহী এবং যাত্রী উভয় ক্ষেত্রেই দক্ষিণ-পূর্ব রেলওয়ের কর্মক্ষমতা সম্পর্কে মাননীয় সংসদ সদস্যদের অবহিত করেন। তিনি দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃক প্রদত্ত যাত্রী সুবিধা সম্পর্কিত পরিষেবাগুলিও তুলে ধরেন।এছাড়াও নতুন লাইন, রোড ওভারব্রিজ, অন্দরপাস, ট্রেনের পুনরাবৃত্তি, পরিষেবার বিস্তার, স্টেশনগুলির উন্নয়ন এবং তাদের পূর্ণতা নিয়ে আলোচনা। অধিবেশনে, সাংসদরা ট্রেন পরিষেবা, স্টপেজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যাত্রীদের সুবিধার্থে রেল প্রকল্পের দ্রুত সমাপ্তি ইত্যাদি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রেল কর্তৃপক্ষকে পরামর্শ দেন।তারা খড়গপুর এবং আদ্রা বিভাগের রেলওয়ে অবকাঠামো উন্নয়নের জন্য তাদের মূল্যবান পরামর্শও আলোচনা হয় ।