কুয়েতের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত মেদিনীপুর শহরের শরৎপল্লি এলাকার বাসিন্দা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বুধবার কুয়েতে একটি ছয়তলার বহুতলে আগুন লাগে। আবাসনের একটি রান্নাঘর থেকে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ হয়। এরপরই প্রায় গোটা বিল্ডিং আগুনের গ্রাসে চলে যায়। ওই আবাসনে মূলত ভারতীয়রাই বসবাস করতেন। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়। মৃত্যুদের মধ্যে রয়েছে একজন বাঙালিও।তিনি মেদিনীপুরের বাসিন্দা বলে জানা গিয়েছিল। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দ্বারিকেশ পট্টনায়েক (৫২)।বৃহস্পতিবার দুপুরে খবর এসে পৌঁছায় মেদিনীপুর শহরের শরৎপল্লি এলাকার বাড়িতে। বাড়িতে রয়েছেন স্ত্রী অন্তরা পট্টনায়েক ও এক মেয়ে। মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। মৃতের পরিবার সূত্রে খবর, প্রায় ২০ বছর ধরে কুয়েতের একটি সংস্থায় কাজ করতেন তিনি। যে বহুতলে আগুন লাগে, সেখানেই থাকতেন। ঘটনার খবর পেয়ে বুধবার ফোনে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন‌ পরিবার পরিজনেরা। জানতে পারেন, দ্বারিকেশ গুরুতর অসুস্থ। বৃহস্পতিবার দুপুরে তাঁর মৃত্যু সংবাদ দেওয়া হয় কোম্পানীর তরফে। অন্তরার ভাই সায়ন্তন পট্টনায়েক বলেন, বৃহস্পতিবার ওই কোম্পানির তরফে জানানো হয়েছে যে, জামাইবাবু মারা গিয়েছেন। আগামীকাল শুক্রবার মৃতদেহ বাড়িতে আসার কথা রয়েছে বলে জানিয়েছেন মৃতের শ্যালক সায়ন্তন পট্টনায়েক। মৃত ব্যক্তির দেশবাড়ি দাঁতন ব্লকের খন্ডরুই গ্রামে।