কুয়োর মধ্যে প্রায় আটটি কুকুরকে ফেলে খুনের চেষ্টা,জলে ডুবে মৃত্যু ৬ শাবকের!
দুর্গাপুর নিজস্ব প্রতিবেদন : ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের অন্ডালের কাজোরা গ্রামের ছাতিমতলা মনসা মন্দিরের কাছে।রবিবার রাত্রি ১২টা নাগাদ বাড়ি ফেরার সময় স্থানীয় একটি কুয়োর কাছে এক ব্যক্তিকে দেখতে পান কয়েকজন এলাকাবাসী। অন্ধকারে তাঁরা প্রথমে কিছুটা ভয় পেলেও পরে সাহসিকতার সঙ্গে কাছে যেতেই চম্পট দেয় ওই ব্যক্তি। এরপরেই স্থানীয়রা লক্ষ্য করেন যে কুয়োর মধ্যে প্রায় আটটি সারমেয় ফেলে দিয়েছে ওই ব্যক্তিটি। তড়িঘড়ি বাড়ি থেকে দড়ি নিয়ে এসে তাঁরা সারমেয়গুলিকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। ৮ টি সারমেয়র মধ্যে ৬টি ছিল শাবক। সারমেয় শাবকগুলি ততক্ষণে জলের তলায় তলিয়ে গিয়েছে।এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠন মানবিকের সদস্যরা। সারমেয়দের হত্যাকারীর সন্ধানে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। স্বেচ্ছাসেবী সংগঠন মানবিকের সম্পাদক সুবীর মণ্ডল এই ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেনে। পাশাপাশি ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সুবীর। তিনি বলেন, 'ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি মদ্যপ অবস্থায় এই ঘটনা ঘটিয়েছে না কি তার কোনও মানসিক বিকার আছে, সেই সমস্ত বিষয় তদন্ত হোক।' পাশাপাশি প্রাণীপ্রেমী অবন্তিকা শ্যামরায় চৌধুরী বলেন, 'এই ঘটনায় যেন যথাযথ তদন্ত করা হয় ও উপযুক্ত শাস্তি দেওয়া হয়। এই ধরণের ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। বিগত কয়েক বছর ধরে পরপর প্রাণী হত্যা হচ্ছে। এভাবে প্রাণী হত্যার ঘটনা বাড়লে, একদিন এরা (সারমেয়) নিশ্চিহ্ন হয়ে যাবে।' অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।