প্রয়াত রেখা সরকার ,সারদা কল্যাণ ভাণ্ডারের রূপকার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা!
নিজস্ব সংবাদদাতা : রেখা সরকার,যাঁকে শুধু মেদিনীপুরবাসী নয়, রাজ্যের বহু মানুষই চেনেন।তিনি ছিলেন সারদা কল্যাণ ভাণ্ডারের রূপকার ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদিকা। যে সংস্থার কাজটিই ছিল, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা। তাদের জীবন জীবিকার দিকটি দেখার পাশাপাশি সমাজের প্রকৃত মানুষ গড়ার কাজে সারাজীবন ব্রতী ছিলেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকাল ৬-৫৫ মিনিটে মেডিকাতে (কলিকাতা) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।রেখাদেবী ছিলেন রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপিকা। শিক্ষকতা করার সময়েই বুঝেছিলেন গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য কিছু না করতে পারলে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন। নিজের সহকর্মীদেরও সেই ভাবনায় সামিল করেন। তাতে রাজি হন আরও কয়েকজন। তারপর ১৯৮৪ সালে তৈরি হয় সারদা কল্যান ভাণ্ডার। ধীরে ধীরে সংস্থাটি অনেক বড় হয়। যে সংস্থা থেকে রাজ্য তো বটেই, অনেক মেধাবী ছাত্রছাত্রী দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশেও ছড়িয়ে রয়েছে।