ইউজিসি নেট ও নীট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে মেদিনীপুরে বামফ্রন্টের মিছিল!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ইউ জি সি নেট ও নীট NET, পরীক্ষায় লাগামহীন দুর্নীতিতে জড়িত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মেদিনীপুরে শহরে দৃপ্ত মিছিল করলো বামফ্রন্ট। মিছিলে বামপন্থী দলগুলোর পাশাপাশি যোগ দিয়েছিল এবিটিএ, এস এফ আই, ডিওয়াইএফআই সহ বিভিন্ন বামপন্থী গণসংগঠন গুলি। বুধবার এদিন বিকেলে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে সংক্ষিপ্ত পথসভার পর রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। মিছিলে গোলকুঁয়ার চক, বটতলা, নিমতলা,রাসময়রার চক, কোতয়ালী বাজার হয় পুনরায় পঞ্চুর চকে শেষ হয়। সেখানে ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ করা হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন বিজয় পাল, সুকুমার আচার্য, জয়দীপ খাটুয়া, পাপিয়া চৌধুরী, জগন্নাথ খান,সুকুমার সিং, বাবলু বিশ্বাস,চঞ্চল মাসান্ত, দিলীপ সাউ,কুন্দন গোপ প্রমুখ বাম নেতৃত্ব। এদিনের মিছিলে এস এফ আই এর নেতৃত্বে ছাত্রছাত্রীদের এবং এবিটিএ-এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।