বাম শ্রমিক ইউনিয়নের নেতা আইয়ুব আলীর INTTUC তে যোগদান!
সেখ ওয়ারেশ আলী পশ্চিম মেদিনীপুর: কয়েকশো কর্মীকে সঙ্গে নিয়ে সিপিআইয়ের শ্রমিক সংগঠন AITUC-র জেলা সহ-সম্পাদক সেক আয়ুব আলি মঙ্গলবার বিকেলে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এসে যোগদান করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC-তে। তাঁর হাতে পতাকা তুলে দিলেন INTTUC-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। উপস্থিত জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা, জেলা INTTUC সভাপতি গোপাল খাটুয়া প্রমুখ। বাম শ্রমিক ইউনিয়নের নেতা আইয়ুব আলীর সঙ্গে এদিন প্রায় ৫০০ শ্রমিক INTTUC তে যোগদান করেছে বলে জানা গেছে দলীয় সুত্রে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তিনি তৃণমূলে শ্রমিক সংগঠনের যোগ দিয়েছেন বলে জানান সেক আয়ুব আলি।